English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৪৯

তাপসী পান্নুকে '‌বি গ্রেড' তকমা দিলেন কঙ্গনা

অনলাইন ডেস্ক
তাপসী পান্নুকে '‌বি গ্রেড' তকমা দিলেন কঙ্গনা

ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন বিদেশিরা। মার্কিন পপস্টার রিহানা, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক পর্নস্টার মিয়া খলিফারা কৃষক বিক্ষোভের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন। যা ভাল চোখে নেয়নি ভারতের বিদেশ মন্ত্রাণালয়। টুইট করে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানো কোনওভাবেই সহ্য করা হবে না। 

এমনকি বিভিন্ন জগতের তারকারাও এই ইস্যুতে ভাড়োট সরকারের পাশে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে বলিউড অভিনেতা তাপসী পান্নুর গলায় সরকার বিরোধী সুর। তার একটি টুইটে শোরগোল পড়ে গেছে। তিনি সরকারকে সমর্থন করা তারকাদের উদ্দেশে বলেছেন, ‌"যদি একটি টুইট আপনার একতাকে নষ্ট করে দেয়। বা কোনও রসিকতা বিশ্বাসকে নষ্ট করতে উদ্যত হয়। বা কোনও অনুষ্ঠান আপনার ধর্মীয় বিশ্বাসকে ঝাঁকুনি দেয়, তাহলে বুঝতে হবে আপনার মূল্যবোধ দুর্বল। তা আরও মজবুত করতে হবে। অপরের জন্য প্রচারের শিক্ষক হয়ে উঠবেন না।‌" 

এই টুইটের পরেই বিতর্ক ফের জোরদার হয়েছে। তাপসীকে জবাব দিতে মাঠে নেমে পড়তে বিলম্ব করেননি কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, "‌বি গ্রেড লোকেদের বি গ্রেড চিন্তাভাবনা। মাতৃভূমি এবং পরিবারের পাশে দাঁড়ানো উচিত। এটাই কর্ম। এটাই ধর্ম। ফ্রিতে প্রচার পাওয়া বন্ধ করো। এই দেশের বোঝা তোমরা। এই কারণেই এদের বি গ্রেড বলি। এদের উপেক্ষা করা উচিত।" উল্লেখ্য, এর একদিন আগে কৃষক আন্দোলনকে সমর্থন করে টুইট করায় মার্কিন পপস্টার রিহানার সমালোচনা করেছিলেন কঙ্গনা।