English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:৪০

ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি পদে প্রার্থী ওমর সানি

অনলাইন ডেস্ক
ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি পদে প্রার্থী ওমর সানি

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ওমর সানি। তিনি গেল দুই বছর নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও ওমর সানি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।

ওমর সানি বলেন, সাধারণ সম্পাদক হিসেবে ২ বছর চেষ্টা করেছি সংগঠন ও সদস্যদের জন্য কাজ করতে। সে সাফল্যের অনুপ্রেরণাতেই সভাপতি প্রার্থী হয়েছি। ভোটাররা আমার উপর ভরসা রাখবে বলে আমার বিশ্বাস।

৩০ বছর বয়সী বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে ওমর সানি নেতৃত্বাধীন প্যানেল থেকে প্রার্থী হয়েছেন মাহমুদুল হক পলাশ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, নজরুল রাজ।