English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১১:০২

অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমা ‘দোজ হু উইশ মি ডেড’

অনলাইন ডেস্ক
অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমা ‘দোজ হু উইশ মি ডেড’

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘দোজ হু উইশ মি ডেড’ মুক্তি পেতে যাচ্ছে ১৪ মে। মনটানার বন্য পরিবেশে দাবানলের মাঝে এক নারীর লড়াইয়ের গল্প এটি। হত্যার প্রত্যক্ষদর্শী হওয়ায় এক কিশোরীর পিছু নেয় ভয়ংকর দুই খুনি। তাকে সাহায্য করতে আসে এক নারী। একপর্যায়ে তারা ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়।

ছবিটি পরিচালনা করেছেন টেইলর শেরিডন। চিত্রনাট্যও তার। এর আগে তিনি একই লেখকের গল্প থেকে নির্মাণ করেছেন ‘হেল অর হাই ওয়াটার’। ছবিটি শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ২০১৬ সালে অস্কার মনোনয়ন পায়।

‘দোজ হু উইশ মি ডেড’-এ আরও অভিনয় করেছেন নিকোলাস হল্ট, টাইলর পেরি, ফিন লিটলসহ অনেকে। ২০১৯ সালের মে মাসে সিনেমাটির ঘোষণা আসে। এর দুই বছর পর মুক্তি পেতে যাচ্ছে।