English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:১৯

‘কেজিএফ টু’ মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে মোদির কাছে চিঠি

অনলাইন ডেস্ক
‘কেজিএফ টু’ মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে মোদির কাছে চিঠি

‘রকিং স্টার’ হিসেবে পরিচিত কন্নড় অভিনেতা যশ। তার পরবর্তী সিনেমা ‘কেজিএফ-চ্যাপটার টু’ বা ‘কেজিএফ টু’।

সম্প্রতি এই সিনেমার মুক্তির তারিখ গোষণা করেছেন নির্মাতারা। আগামী ১৬ জুলাই প্রেক্ষাগৃহে আসবে বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ টু’। সিনেমাটি মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছে অভিনেতা যশের ভক্তদের একটি গ্রুপ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া চিঠিতে লেখা রয়েছে, ‘আমরা সবাই জানি বহুল প্রতীক্ষিত কেজিএফ-চ্যাপটার টু সিনেমা আগামী ১৬ জুলাই শুক্রবার মুক্তি পাবে। সবাই সিনেমাটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। সুতরাং, আমরা আপনাকে সরকারি ছুটির দিন ঘোষণা করার অনুরোধ করছি। আমাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। এটা শুধু সিনেমা নয়, একটা ইমোশন।’