English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২১ ২২:১৮

বিজ্ঞাপনচিত্রে ননী

অনলাইন ডেস্ক
বিজ্ঞাপনচিত্রে ননী

টিকটকে বেশ আলোচিত মারিয়া ননী। এই মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন পণ্যের মডেল, মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেন। এবার বিস্কুটের একটি বিজ্ঞাপনের মডেল হলেন তিনি।

সম্প্রতি লেক্সসাস ও সল্ট বিস্কুটের ফটোশুটে অংশ নেন ননী। গৌতম সাহার কোরিওগ্রাফিতে চিত্রগ্রাহকের কাজ করেন ফাহিম ইসলাম দীপ। ননী বলেন, ‘কাজটি বেশ উপভোগ করেছি। গৌতম দাদা অনেক অন্তরিক। যত্নসহকারে কাজটি করেছেন তিনি। ফটোশুটটি দারুণ হয়েছে।’

টিকটকে সরব ননী। এ বিষয়ে তিনি বলেন, ‘অবসরে টিকটক করি। এতে আমি আনন্দ পাই। নিজের ভালোলাগা থেকে টিকটক করি। এছাড়া দর্শকদের কাছ থেকেও ভালোবাসা পাচ্ছি। এছাড়া এরই মধ্যে বেশকিছু মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেছি। তাছাড়া প্যারাসুটসহ বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছি। হাতে আরো কয়েকটি কাজ রয়েছে, সেগুলো খুব শিগগির করব।’

সংগীতশিল্পী ইমরানের গাওয়া ‘আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা’ গানে এই শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন মারিয়া ননী। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এদিকে কোরিওগ্রাফার গৌতম সাহা অভিনীত ওপার বাংলার দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ননী, যা এখন মুক্তির অপেক্ষায়।