English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৩৬

ইকবাল খন্দকারের ‘গান আলাপন’ এ ধ্রুব গুহ ও আঁখি আলমগীর

অনলাইন ডেস্ক
ইকবাল খন্দকারের ‘গান আলাপন’ এ ধ্রুব গুহ ও আঁখি আলমগীর

বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচারিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় শিল্পীগণ। তারই ধারাবাহিকতায় এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন নন্দিত সংগীত-শিল্পী ধ্রুব গুহ ও আঁখি আলমগীর। 

তারা কথা বলেছেন নিজেদের জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার। 

শাহজালাল সরদার শিমুলের প্রযোজনায় ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১টা ২৫ মিনিটে। 

অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘বাংলা গানকে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি বরাবরের মতো এই পর্বটিও দর্শক উপভোগ করবেন।’