English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২১ ২১:৪৩

ভারতীয় জাদুকর পিসি সরকারের বাড়িতে সিবিআইয়ের হানা

অনলাইন ডেস্ক
ভারতীয় জাদুকর পিসি সরকারের বাড়িতে সিবিআইয়ের হানা

ভারতীয় জাদুকর পিসি সরকারের বাড়িতে হানা দিয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। জাদুকর ও তার মেয়ের উপস্থিতিতে মুকুন্দপুরের বাড়িতে তল্লাশি চালান কর্মকর্তারা।  

জানা গেছে, টাওয়ার গ্রুপ অব কোম্পানির আর্থিক প্রতারণা মামলায় কলকাতায় চারটি এলাকায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। পিসি সরকারের বাড়িও রয়েছে সেই তালিকাতে। আজ শুক্রবার তার মুকুন্দপুরের বাড়িতে হানা দেন অন্তত ১০ জন সিবিআই কর্মকর্তা। 

সিবিআই বলছে, পিসি সরকার জানিয়েছেন টাওয়ার গ্রুপ অব কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। সে সূত্রেই ওই সংস্থা থেকে টাকা নিয়েছিলেন তিনি। সে সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখতে চান সিবিআই কর্মকর্তারা।  অ্যাকাউন্ট ছাড়া নগদ টাকা হাতে নিয়েছেন কিনা, তাও জাদুকরকে জেরা করে জানতে চাইছেন তদন্তকারীরা। শুধু জাদুকরই নন, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তার মেয়েকেও জেরা করছে সিবিআই। সূত্র : সংবাদ প্রতিদিন।