English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০২১ ১৪:২৪

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন চিত্রাঙ্গদা

অনলাইন ডেস্ক
প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন চিত্রাঙ্গদা

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন টলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী। তার হবু বরের নাম সম্বিত চট্টোপাধ্যায়। বুধবার (২৭ জানুয়ারি) কলকাতার বাড়িতে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন চিত্রাঙ্গদা চক্রবর্তী।

উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রাঙ্গদা লিখেছেন—বম্বের (মুম্বাই) ব্রোকারদের আর কোনো মিথ্যা কথা বলতে হবে না। এখন তো অফিশিয়ালি এনগেজড। বাহ! আমার প্রাণের বন্ধু সম্বিত। তোমাকে খুব ভালোবাসি।

বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রাঙ্গদা চক্রবর্তীর মা অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক শতরূপা সান্যাল, তার বোন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, সম্বিতের বাবা পারকাশনিস্ট শুভেন চট্টপাধ্যায় ও তাদের পরিবারের অন্যান্য সদস্য। তবে কবে নাগাদ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সেন্ট সেভিয়ার্স কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। প্রায় ১১-১২ বছরের পরিচয় তাদের। তবে প্রেমের সম্পর্কে জড়ান কলেজ জীবনের শেষের দিকে। তারা দুজনেই মুম্বাইয়ে থাকেন। বাগদানের পরের দিনই মুম্বাই ফিরে গেছেন এই যুগল।

চিত্রাঙ্গদা ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’, ‘আহারে মন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। তার হবু বর সম্বিত পেশায় পারকাশনিস্ট। ২০১৮ সালে ড্রামার হিসেবে কমনওয়েলথ গেমস গোল্ড কোস্টে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। ক্যারিয়ারে বহু বিখ্যাত শিল্পীকে সঙ্গ দিয়েছেন সম্বিত।