English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০২১ ২১:০৬

পামেলার ষষ্ঠ বিয়ে

অনলাইন ডেস্ক
পামেলার ষষ্ঠ বিয়ে

ষষ্ঠবার বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন। দেহরক্ষী ড্যান হেহার্স্টকে বিয়ে করেছেন সাবেক এই অভিনেত্রী ও প্লেবয় ম্যাগাজিন মডেল।

জানা গেছে, কানাডার ভ্যানকুভারে নিজের বাড়িতে বিয়ে করেন তারা। বড়দিনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন পামেলা। ডেইলি মেইলে তিনি বলেন, ‘আমার দাদা-দাদির কাছ থেকে ২৫ বছর আগে পাওয়া সম্পত্তিতে বিয়ে করেছি। এখানে আমার মা-বাবাও বিয়ে করেছিলেন। তারা এখনো একসঙ্গে আছেন। আমার মনে হয়েছে, একটি বৃত্ত পূরণ করলাম।’

পামেলা আরো বলেন, ‘আমি এখন যেখানে থাকার কথা ঠিক সেখানেই আছি— যে আমাকে সবচেয়ে ভালোবাসে তার বাহুতে।’

এর আগে সংগীতশিল্পী টমি লি, র‌্যাপার কিড রক, পোকার খেলোয়াড় সলোমনকে (দুবার) ও হলিউড মুভি মোগল জন পিটার্সকে বিয়ে করেন পামেলা অ্যান্ডারসন।

সবশেষ জন পিটার্সের সঙ্গে ‘বেওয়াচ’খ্যাত এই হলিউড অভিনেত্রীর সংসার টিকেছে মাত্র ১২ দিন। এ প্রসঙ্গে পামেলা অ্যান্ডারসন বলেন, ‘জনের সঙ্গে আমার বিয়ের বিষয়টি নিয়ে বেশ আবেগাপ্লুত হয়েছিলাম। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা সময় নিচ্ছি এবং পরস্পরের কাছ থেকে কী চাইছি তা বোঝার চেষ্টা করছি। জীবন একটি সফর এবং ভালোবাসা একটি পদ্ধতি। তবে আমরা সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।’