English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০২১ ১৮:২৬

এই অভিনেত্রীর তিন সন্তানের বাবা তিনজন

অনলাইন ডেস্ক
এই অভিনেত্রীর তিন সন্তানের বাবা তিনজন

মার্কিন মডেল-অভিনেত্রী ও লেখিকা কেট হাডসন। তারকার বাইরেও তিনি প্রফুল্ল স্বভাবের জন্য আলোচিত। সম্প্রতি তিনি জানিয়েছেন, ‘তার নিজের তিন সন্তানের সবাই ভিন্ন তিন পুরুষের ঔরসজাত।’ কেট হাডসন গত রবিবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে একথা বলেন। 

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, সেদিন নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে পরিবারের বিষয়টি চলে আসলে কেট এমনই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার সন্তানদের অনেক বাবা, তাদের প্রত্যেকের কাছেই সন্তান পেয়েছি আমি। আমি এটা (ভিন্ন ভিন্ন পুরুষের ঔরস থেকে সন্তান) ভালোবাসি। আর জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হলো আমার পরিবার এবং অবশ্যই সন্তানরা।’

উল্লেখ্য, কেট হাডসনের বড় ছেলের রেডারের (১৭) বাবা তার সাবেক স্বামী চেরিস জনসন। মেজো ছেলে বিংহ্যামের (৯) বাবা তার সাবেক বাকদত্তা ম্যাট বেল্ল্যামি এবং সবশেষ কন্যা রেনি রোজের (২) বাবা হলেন বর্তমান সঙ্গী ড্যানি ফুজিকাওয়ার।