English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০২১ ২০:৩৯

রাম চরণের সঙ্গে রোমান্স করবেন পূজা

অনলাইন ডেস্ক
রাম চরণের সঙ্গে রোমান্স করবেন পূজা

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। বহুল প্রতীক্ষিত ‘আচার্য’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

এদিকে সিনেমাটিতে রাম চরণের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন থেকেই নানা গুঞ্জন উড়ছে। টলিউড ডটনেট জানিয়েছে, সিনেমাটিতে অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে রোমান্স করবেন এই অভিনেতা।

শুরুতে শোনা গিয়েছিল, ‘আচার্য’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন রাম চরণ। পরবর্তী সময়ে এই সিনেমার পরিচালক কোরাতলা শিবা জানান, পূর্ণাঙ্গ একটি চরিত্রেই দেখা যাবে ‘রাঙ্গাস্থালাম’ অভিনেতাকে। শুধু তাই নয়, তার চরিত্রটিও নাকি খুবই গুরুত্বপূর্ণ।

‘আচার্য’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাম চরণের বাবা চিরঞ্জীবী। তার বিপরীতে অভিনয় করছেন কাজল আগরওয়াল। বর্তমানে হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছে।

‘আচার্য’ ছাড়াও প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এছাড়া অখিল আক্কিনেনির সঙ্গে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ দেখা যাবে তাকে। সালমান খানের বিপরীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’ সিনেমায় রোমান্স করবেন এই অভিনেত্রী। অন্যদিকে, ‘বাহুবলি’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন রাম চরণ।