English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০২১ ১৮:০৬

সারা শরীরে ভালোবাসার মানুষের নাম

অনলাইন ডেস্ক
সারা শরীরে ভালোবাসার মানুষের নাম

হাতে কাজ নেই তা অনেক দিন, কিন্তু তাও তিনি খবরে! আসলে কিছু না কিছু করে ঠিক লাইমলাইটে চলে আসেন বলিউডের বিতর্কিত রানি রাখি সাওয়ান্ত! বিগ বস ১৪-র ঘরেও তিনি থেমে নেই! প্রতিদিন কিছু না কিছু ঘটিয়েই চলেছেন! কখনও শুরু করছেন তাঁর দেউলিয়া হয়ে যাওয়ার কাহিনি, কখনও বা গোপনে বিয়ের গল্প!  

এখনও পরিচয় প্রকাশ্যে না আসা বরকে নিয়েও তাঁর ভুরিভুরি গল্প! বিগ বসের ঘরে তাঁর সহ-প্রতিযোগী অভিনব শুক্লার প্রতি তাঁর প্রেমে গদগদ মনোভাবও লুকিয়ে নেই! তবে এবার তিনি যা করলেন, তাতে সত্যিই চোখ কপালে! সাধে কি আর তাঁকে বলিটাউনের 'ড্রামা কুইন' বলা হয়!

বিগ বসের ঘরেও নিজের জলওয়া দেখাতে ছাড়ল না রাখি সাওয়ান্ত! গত সপ্তাহে প্রতিযোগীদের জন্য টাস্ক ছিল, নিজের দুর্বলতাকে জলাঞ্জলি দিতে! সেই সময়ই ইমোশনলা হয়ে পড়লেন রাখি, নাট্যলীলা অব্যাহত রেখে বললেন, তিনি নাকি তাঁর সহ-প্রতিযোগী রুবিনা দিলাওয়াতের স্বামী অভিনব শুক্লার মধ্যেই তাঁর স্বামী রীতেশকে খুঁজে পেয়েছেন। 

এরপরই বিগ বসের ঘর সরগরম হয়ে ওঠে রাখি-অভিনবের প্রেমের গুঞ্জনে!