English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০২১ ১০:১৮

‘সরি মীরাবাই’ নাটকে আরফিন জুনায়েদ

অনলাইন ডেস্ক
‘সরি মীরাবাই’ নাটকে আরফিন জুনায়েদ

সজিব চিশতির ‘সরি মীরাবাই’ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আরফিন জুনায়েদ। নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন নাচনেওয়ালীর জীবনী নিয়ে। 

এই নাটকের মধ্য দিয়ে টাইগার এক্সপ্রেসের প্রযোজনায় প্রথমবার কাজ করছেন জুনায়েদ। নাটকটিতে মীরা চরিত্রে অভিনয় করবেন মডেল অভিনেত্রী শিমু খান শেলী। 

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে আরফিনের মিডিয়াতে পথ চলা শুরু। তিনি ইউটিউবে কাজ শুরু করে এরই মধ্যে মডেলিং, শর্ট ফিল্ম ও নাটকে অভিনয় করেছেন।

ঢাকা পোস্ট / তারেক শ্রাবন