English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২১ ১৮:৩৭

বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন নায়লা নাঈম

অনলাইন ডেস্ক
বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন নায়লা নাঈম

বাংলাদেশের আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাঈম। বরাবরই সাহসী বক্তব্য ও খোলামেলা ভিডিও প্রকাশ করে আলোচনায় থাকেন তিনি। বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রের আইটেম গানেও তাকে বেশ খোলামেলাভাবে উপস্থিত হতে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা কম হয়নি। এবার সমালোচনা এড়াতে বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন এই মডেল।

তরুণ নির্মাতা আহমেদ সাব্বির নির্মাণ করতে যাচ্ছেন থ্রিডি চলচ্চিত্র ‘কমলীবালা দেবী’। এই সিনেমার প্রধান চরিত্রে নায়লা নাঈমকে দেখা যেতে পারে।

এ প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘এ সিনেমায় অভিনয়ের বিষয়ে নির্মাতার সঙ্গে কথা হয়েছে। যদিও ব্যস্ততার কারণে সিনেমাটির গল্প এখনও শোনা হয়নি। গল্প শুনে সবকিছু চূড়ান্ত করবো। এখন থেকে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে চাই।’