English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০২১ ০৯:২৯

জয়ার নতুন খবর

অনলাইন ডেস্ক
জয়ার নতুন খবর

কলকাতার আরেকটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী জয়া আহসান। ‘ওসিডি’ নামে এ সিনেমা পরিচালনা করবেন সৌকর্য ঘোষাল।

জয়া আহসান বলেন—আগামী ১ ফেব্রুয়ারি থেকে ‘ওসিডি’ সিনেমার শুটিং শুরু হবে। এতে আমি প্রধান চরিত্রে অভিনয় করছি। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে এর কাহিনি।

‘ওসিডি’ সিনেমার গল্প প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে—এই সিনেমায় একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করবেন জয়া। তার ধূসর অতীত রয়েছে। সেই জীবন সম্পর্কে জেনে যায় জয়ার এক রোগী, যার কারণে তাকে হত্যা করে সে। এরপর তার পথের অন্য কাঁটাদেরও ধীরে ধীরে সরিয়ে ফেলার প্রস্তুতি নেয়।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন—কৌশিক সেন, অনসূয়া মজুমদার, কণীনিকা প্রমুখ।

এর আগে পরিচালক সৌকর্য ঘোষ পরিচালিত ‘ভূতপরী’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান। ভৌতিক ঘরানার এ সিনেমায় ভূতের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি প্রমুখ। শুটিং শেষে সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।