English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০২১ ১০:২০

প্রবাসী ব্যবসায়ী বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে থাকছেন পপি

অনলাইন ডেস্ক
প্রবাসী ব্যবসায়ী বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে থাকছেন পপি

সাদিকা পারভীন পপি। বাংলা চলচ্চিত্রের সাড়া জাগানো এই অবিবা'হিতা চিত্র নায়িকা এখনও সিঙ্গেল। কিন্তু কয়েক মা'স আ'গেই গু’জব রটেছিল পপি বি'য়ে করেছেন। সেস'ময় এটি গু’জব ব'লে জানিয়েছিলেন তিনি। কিন্তু এবার?

ফের একই ধরনের ক'থা শোনা যা'চ্ছে ঢাকাই ই’ন্ডাস্ট্রিতে। এখনও কো’নো জবাব মেলেনি তার।

গত বছর ‘ভা'লোবাসার প্রজা’পতি’ নামের একটি সিনেমায় অ’ভিনয় করেছিলেন পপি। তারপ'র থেকে ‘উধাও’ এ অ’ভিনেত্রীকে। সামাজিক যো'গাযোগমাধ্যমেও তিনি অ'নুপস্থিত। তা থেকেই ঢাকাই ই’ন্ডাস্ট্রির অনেকে ধা'রণা করছেন, গোপনে বি'য়ের পিঁড়িতে বসেছেন পপি।

খোঁ'জ নিয়ে জা'না গেছে, রা'জধানীর ইস্কা'টনের বাসা ছে'ড়েছেন পপি। থাকছেন কূটনৈতিক পাড়ার আশেপাশে। নাম প্রকাশ না করার শর্তে ফিল্মপাড়ার একজ'ন জা'নান, বি'য়ে হয়েছে কি-না জানি না। তবে পপি তার প্র'বাসী ব্যবসায়ী বয়ফ্রেন্ডের দেয়া ফ্ল্যাটে থাকছেন।

গুঞ্জ'ন প্রস’ঙ্গে জানতে পপির ব্য’ক্তিগত নাম্বারে যো'গাযোগ করে পাওয়া যায়নি তাকে। নতুন করে পপিকে নিয়ে ওঠা গুঞ্জ'ন ধোপে টিকবে কিনা তা জানতে অ’পেক্ষা করতে হবে আরও কিছুদিন।

চিত্রনায়িকা পপি বি'য়ের গুঞ্জ'নে এ'কাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক শাকিল খানের স’ঙ্গে বি'য়ের গুঞ্জ'ন চাউর হয়েছিল এ নায়িকার। গত বছরের মাঝামাঝিতে নায়ক জায়েদ খানের স’ঙ্গে প্রে’ম এবং বি'য়ের গুঞ্জ'ন শোনা গিয়েছিল পপির। যদিও বি'ষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

১৯৯৭ সালে মনতাজুর রহমা'ন আকবর প'রিচালিত ‘কুলি’ সিনেমায় অ’ভিনয় করে অ’ভিষেক হয় পপি। তারপ'র উপহার দিয়েছেন অনেকগুলো ব্যবসা সফল সিনেমা। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারস'হ অসংখ্য স'ম্মা'ননা আ'ছে তার ঝুলিতে।