English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০২১ ২০:৫২

রহস্যময় গল্পের নায়ক চঞ্চল, সঙ্গে ফারিয়া

অনলাইন ডেস্ক
রহস্যময় গল্পের নায়ক চঞ্চল, সঙ্গে ফারিয়া

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ‘আয়নাবাজি’ সিনেমা নির্মাণ করে দর্শক মাত করেছিলেন। এ সিনেমায় আয়নার ‘বোঝনাই ব্যাপারটা’ সংলাপটি দর্শকদের মুখে মুখে স্থান পায়৷ চরিত্রটি রূপায়ন করে দর্শক মাতিয়েছেন চঞ্চল চৌধুরী। এবার চঞ্চল চৌধুরীকে নিয়ে অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করছেন ‘মুন্সিগিরি’ নামে সিনেমা। পূর্ণিমা ছাড়াও এতে অভিনয় করছেন শবনম ফারিয়া।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘মুন্সিগিরি’ সিনেমার গল্পে এক সরকারি কর্মকর্তার মৃত্যুর রহস্য তদন্ত করবেন পুলিশের একজন গোয়েন্দা। তার নাম মাসুদ মুন্সি। তাকে ঘিরেই এই সিনেমার গল্প। একেবারেই সাদামাটা অথচ প্রখর দৃষ্টিশক্তিসম্পন্ন বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তা মাসুদ মুন্সি ও তার স্ত্রী পারভীন সুলতানার গল্প নিয়ে সিনেমাটি মুক্তি পাবে একটি ওয়েব প্ল্যাটফর্মে। এতে মাসুদ মুন্সি হিসেবে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।’

কথাসাহিত্যিক শিবব্রত বর্মনের উপন্যাস ‘মৃতেরাও কথা বলে’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘মুন্সিগিরি’। এর চিত্রনাট্য রচনা করেছেন নাসিফ আমিন। আগামী মাসেই এর শুটিং শুরু হবে। চলতি বছরই চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করেছেন পরিচালক।