English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০২১ ১৫:০০

নুসরাতকে ‘খোঁচা মেরে’ নিখিলের স্ট্যাটাস!

অনলাইন ডেস্ক
নুসরাতকে ‘খোঁচা মেরে’ নিখিলের স্ট্যাটাস!

নুসরাত-নিখিল সস্পর্ক নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দেওয়ার পর গুঞ্জন আরও পোক্ত হয়েছে। বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর ইনস্টাগ্রামে নীরব ছিলেন নিখিল। এবার সরব হয়েছেন তিনি।

এমনটাই দেখা গেছে তার ইনস্টাগ্রাম ঘুরে। পরপর তিনদিন তিনটি ছবি পোস্ট করেছেন নিখিল। যার মধ্যে শ্যালিকার সঙ্গেও একটি ছবি দেখা গেছে। তা দেখে নেটিজেনরা মনে করছেন, স্ত্রীর সঙ্গে দূরত্ব হলেও শ্যালিকার সঙ্গে যোগাযোগ রয়েছে নিখিলের।

সর্বশেষ গত মঙ্গলবার রাতে নিজের একটি ছবি শেয়ার করেছেন নিখিল। ক্যাপশনে জানান, মানুষ কীভাবে তার সঙ্গে ব্যবহার করবেন, সেটা তাদের কর্মফল। তবে তিনি তাদের সঙ্গে কীভাবে ব্যবহার করবেন, সেটা তার নিজের বিষয়।

নিখিলের ওই স্ট্যাটাস নিয়ে জল্পনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনরা মনে করছেন, নুসরাতকে ‘খোঁচা মেরে’ এ স্ট্যাটাস দিয়েছেন তিনি। কেউ মনে করছেন, নিখিলের মন্তব্য অনেক সমস্যার সমাধান দেবে। আবার কেউ বলছেন, নিখিলের এই বক্তব্য তারা সবসময় মনে রাখবেন।