English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০২১ ১৪:০৬

অবশেষে দেখা মিললো নুসরাতের স্বামীর

অনলাইন ডেস্ক
অবশেষে দেখা মিললো নুসরাতের স্বামীর

টলিউডের অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। নতুন প্রেমের কারণে স্বামী নিখিল জৈনর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে এমন আলোচনা জোরালো হয়।

যশ-নুসরাতের প্রেম নিয়ে সমালোচনার ঝড় বইলেও এ বিষয়ে একটি কথাও বলেননি নিখিল। যদিও নুসরাত-নিখিল পরস্পরকে ইনস্টাগ্রামে আনফলো করেন। এরপরই তাদের ঘর ভাঙার খবরে নতুন মাত্রা যোগ হয়।

অবাক করা বিষয় হলো, এই পুরোটা সময়ে সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি অনুপস্থিত ছিলেন নিখিল। এমনকি সংবাদমাধ্যমেও কথা বলেননি তিনি।

অবশেষে দীর্ঘ ১৬ দিন পর দেখা দিয়েছেন নিখিল। রোববার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। বন্ধুর সঙ্গে তোলা সেলফির ক্যাপশনে লিখেছেন—‘রক্তের চেয়েও বেশি, নিয়তির চেয়েও গভীর।’

প্রসঙ্গত, নুসরাতের নতুন প্রেমের গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে। ছবিতে নুসরাত ও যশকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। বর্তমানে নিখিল-নুসরাত আলাদা বাড়িতে থাকছেন।