English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২১ ২২:২৯

২২ বছর পরেও সালমানের পিছু ছাড়ছে না হরিণ হত্যা মামলা

অনলাইন ডেস্ক
২২ বছর পরেও সালমানের পিছু ছাড়ছে না হরিণ হত্যা মামলা

‘হাম সাথ-সাথ হ্যাঁয়’ ছবির শুটিং চলাকালীন ঘটেছিল এক ভয়াবহ কাণ্ড। ১৯৯৮ সালে সালমান খান, সোনালি বেন্দ্রে ও সাইফ আলি খান সকলের নামের সঙ্গে জড়িয়েছিল কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ। তবে পরে মামলায় শুধু সালমানের বিরুদ্ধে হরিণ শিকারের অভিযোগ ওঠে। তারপর সেই মামলা ওঠে আদালতে। 

এরপর ২২ বছর কেটে গেছে, একের পর এক শুনানির দিন পার হলেও সেই মামলার কোনো কুল-কিনারায় পৌঁছানো এখনও সম্ভবপর হয়ে ওঠেনি। এরই মধ্যে নতুন বছরের শুরুতেই আদালতে ডাক পড়ল সালমান খানের। 

দুই কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় ডিস্ট্রিক ও সেশন কোর্টের পক্ষ থেকে গতকাল শনিবার হাজিরা দেওয়ার কথা জানালেন সেই দিন নিয়ে সংশয় প্রকাশ করা হয়। পরে শুনানি শেষে পরবর্তী দিন স্থির করা হয়েছে ৬ ফেব্রুয়ারি। সূত্র : এনডিটিভি।