English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২১ ১৯:২৭

ইমন সাহাকে ‘বয়কট’ করলেন তিন পরিচালক

অনলাইন ডেস্ক
ইমন সাহাকে ‘বয়কট’ করলেন তিন পরিচালক

স্পর্শকাতর একটি ইস্যুতে গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। সম্প্রতি সাবেক প্রযোজক দম্পতি মোহাম্মদ ইকবাল ও তাহেরা ফেরদৌস জেনিফারের পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে যায় ইমনের নাম। এরপর থেকেই এই তিনজনকে ঘিরে উত্তপ্ত ঢালিউডপাড়া।

গত ডিসেম্বরে প্রযোজক ইকবাল ও জেনিফার থানায় পাল্টাপাল্টি জিডি করেন। ইকবাল তার জিডিতে সংগীত পরিচালক ইমন সাহার সঙ্গে তার সাবেক স্ত্রী জেনিফারের সম্পর্কের কথা উল্লেখ করেন। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ইমন সাহা ও জেনিফার তাকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ প্রযোজক ইকবালের।

পরবর্তীতে এ ঘটনার তীব্র নিন্দা জানান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। কিং খানের ওই বক্তব্য এবং ইমন-জেনিফারের প্রেম ঘটিত গুঞ্জনের কারণে এরইমধ্যে বেশ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা সংগীত পরিচালক ইমন সাহার সঙ্গে কাজ করতে অনীহা জানিয়েছেন।

পরিচালক রকিবুল আলম রকিব বলেন, ‘ইমন সাহার সঙ্গে দুটি সিনেমা নিয়ে কথা হয়েছিল। পরে যখন জানতে পারি প্রযোজক সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবালের সঙ্গে তার পারিবারিক একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, এরপর আর ইমনের সঙ্গে যোগাযোগ করিনি। আমি সিনেমাতে তার কোনো গান নিচ্ছি না।’

পরিচালক রাজু চৌধুরী বলেন, ‘আমার কয়েকটি ছবিতে কাজ করেছেন ইমন সাহা। নতুন ছবিতে তাকে নেয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু প্রযোজক ইকবালের সঙ্গে ঝামেলা হয়েছে জানার পর ইমনকে আমরা নিচ্ছি না। ইকবাল আমাদের প্রযোজক। তার ছবি আগেও করেছি, সামনেও করব। আগে প্রযোজক পরে অন্য কেউ। প্রযোজক বাঁচলে সিনেমা হবে।’

ইমন সাহার সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করেছেন পরিচালক সাফি উদ্দিন সাফিও। তিনি বলেন, ‘আমার নতুন একটি সিনেমার জন্য ইমনকে দিয়ে একটা টিজার তৈরি করেছিলাম। কিন্তু ইকবালের সঙ্গে ঝামেলার কথা শুনতে পেয়ে আমি আর তার সঙ্গে যোগাযোগ করিনি। ওই গানও নিচ্ছি না।’

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তিনটি সিনেমার কাজ হারানোর ব্যাপারে জানতে সংগীত পরিচালক ইমন সাহার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। জানা যায়, তিনি চার বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকছেন। সোশ্যাল মিডিয়ায়ও সেভাবে অ্যাকটিভ নন।