English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০২১ ২২:১৫

অমিতাভ-কে প্রকাশ্যে দোষারোপ অভিষেকের?

অনলাইন ডেস্ক
অমিতাভ-কে প্রকাশ্যে দোষারোপ অভিষেকের?

অমিতাভ বচ্চনের কাছ থেকেই সংক্রমিত হয়েছেন। বাবার জন্যই তাঁর করোনা সংক্রমণ হয়। এমন দাবি করে বিপাকে পড়লেন অভিষেক বচ্চন। বিষয়টি খুলেই বলা যাক তাহলে।

দ্য কপিল শর্মা শোয়ে সম্প্রতি হাজির হন অভিষেক বচ্চন। দ্য বিগ বুল-এর প্রমোশনের জন্যই কপিলের (Kapil Sharma) শোয়ে হাজির হন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। ওই শোয়ে হাজির হয়েই অভিষেক বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর অজয় দেবগণ তাঁকে ফোন করে খোঁজ নেন। অভিষেক কার কাছ থেকে সংক্রমিত হতে পারেন বলে প্রশ্ন করেন অজয়। যার উত্তরে অভিষেক জানান, বাবার কাছ থেকেই তাঁর সংক্রমণ হয়েছে। অভিষেকের ওই উত্তরে তাঁকে ধমক দেন অজয়। অমিতাভ বচ্চন তো বাড়ি থেকেই বের হননি ওই সময়, তাহলে তাঁর কাছ থেকে জুনিয়র বচ্চন কীভাবে সংক্রমিত হতে পারেন বলে প্রশ্ন তোলেন অজয়।

প্রসঙ্গত অমিতাভ বচ্চন অসুস্থ হওয়ার পর আচমকাই করোনায় সংক্রমিত হন অভিষেক বচ্চন। দুজনকেই হাসপাতালে ভর্তি করার পর কোভিডে আক্রন্ত হন ঐশ্বর্য রাই বচ্চনও। মহামারীর ছোবল থেকে বাদ পড়েনি ছোট্ট আরাধ্যাও। অমিতাভ এবং অভিষেক বচ্চন হাসপাতালে ভর্তির পর শ্বাসকষ্ট শুরু হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয় ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যাকেও।