English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০২১ ২০:৫২

২৩ বছর বয়সেই বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন জাহ্নবী

অনলাইন ডেস্ক
২৩ বছর বয়সেই বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন জাহ্নবী

বলিউডে এখনও নতুন মুখ হিসেবেই বিবেচিত হন জাহ্নবী কাপুর। মাত্র দুটি ছবি ও একটি শর্টফিল্মে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা। তবে জানা যাচ্ছে, ইতোমধ্যেই ৩৯ কোটি রুপি দিয়ে নতুন একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেলেছেন তিনি।

স্কোয়ার ফিট ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে, মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত জাহ্নবীর এই ফ্ল্যাট। একটি অবাসনের তিন তলাজুড়ে বিস্তৃত সেই বিরাট অ্যাপার্টমেন্ট। গত মাসেই নতুন ফ্ল্যাটের চুক্তি স্বাক্ষর করেন জাহ্নবী। 

৭ ডিসেম্বর স্বাক্ষর হওয়া সেই চুক্তিপত্র ইতোমধ্যেই হাতে এসেছে স্কোয়ার ফিট ইন্ডিয়ার। সেখানে দেখা যাচ্ছে, তিন তলাজুড়ে বিস্তৃত এই ফ্ল্যাটটি মোট ৩,৪৫৬ স্কোয়ার ফুটের। নতুন এই সম্পত্তির জন্য ৭৮ লাখ টাকার স্ট্যাম্প ডিউটিও দিতে হয়েছে জাহ্নবীকে।  ২০১৮ সালে ‌‘ধড়ক’ ছবির সঙ্গে বলিউডে পা রাখেন শ্রীদেবী কন্যা। গত বছর মুক্তি পায় জাহ্নবীর দ্বিতীয় ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি পাওয়া এই ছবির বিতর্ক পিছু না ছাড়লেও প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। এ ছাড়া জোয়া আখতারের গোস্ট স্টোরিজ-এ একটি পর্বে দেখা মিলেছে জাহ্নবী কাপুরের। নায়িকার হাতে রয়েছে ‘দোস্তানা ২’ এবং ‘রুহি আফসানা’।

বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরের সঙ্গে লোখান্ডওয়ালার একটি অ্যাপার্টমেন্টে আপতত থাকেন জাহ্নবী।

সূত্র: হিন্দুস্তান টাইমস