English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০২১ ২২:৩১

আওয়ামী লীগে পদ পেলেন অভিনেত্রী জ্যোতি

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগে পদ পেলেন অভিনেত্রী জ্যোতি

আওয়ামী লীগ বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে পদ পেলেন অভিনেত্রী ও সাবেক ছাত্রনেত্রী জ্যোতিকা জ্যোতি। গেল বছরের শেষ দিনে ৯৪ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যেখানে সদস্য নির্বাচিত হয়েছেন জ্যোতি।

শোবিজের পরিচিত মুখ জ্যোতিকা জ্যোতি। অভিনয়ের পাশাপাশি রাজনীতেও সক্রিয় তিনি। ২০১৮ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে উপনির্বাচন এবং সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জ্যোতি। কিন্তু টিকিট না পেলেও দলীয় প্রার্থীর পক্ষে বেশ সরব ছিলেন রাজনীতির মাঠে।

উল্লেখ্য, ৯৪ সদস্যবিশিষ্ট এই উপকমিটির চেয়ারম্যান পদে আছেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দেলোয়ার হোসেন।