English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০২১ ১৫:৫১

সুখবর দিলেন শাহরুখ খান

অনলাইন ডেস্ক
সুখবর দিলেন শাহরুখ খান

নতুন বছরের শুরুতেই সুখবর জানালেন বলিউড বাদশাহ শাহরুখ খান। টুইটারে নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি আরও এক নতুন খবর দেন। তিনি জানান, কামব্যাক করছেন শিগগিরই।

৩ মিনিট ১৫ সেকেন্ডের সেই ভিডিওতে বাড়ির পোশাকেই ক্যামেরার সামনে বসেন শাহরুখ। তারপরই কৌতুকের ছলে জানান, তার টিমের কেউ নেই বলেই নিজে নিজে সমস্ত আয়োজন করেছেন। তাই একটু দেরি হয়ে গেল। এরপর জানান কীভাবে পুরনো বছরের অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। জানান, জীবনের পথে খারাপের পর আর খারাপ হওয়ার কিছু থাকে না। তলানিতে পৌঁছে গেলে সেখান থেকে শুধুই উত্তরণের রাস্তা খোলা থাকে।

এই নায়কের বিশ্বাস, নতুন বছর সমস্ত কিছু ভাল হবে। নতুন করে জীবন হাসবে। নিজের এই শুভেচ্ছা বার্তার একেবারে শেষেই শাহরুখ বলেন, তাহলে ২০২১ সালে বড়পর্দায় দেখা হচ্ছে!।

২০১৮ সালে ‘জিরো’র ব্যর্থতার পর, বিরতি নিয়েছিলেন শাহরুখ। গত বছরের শেষে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি। ছবির প্রথম পর্যায়ের শুটিং শেষ করে ফেলেছেন কিং খান। তাই বছরের শুরুতেই সুখবর দিয়ে দিলেন তিনি। আর এতেই উচ্ছ্বসিত শাহরুখ-অনুরাগীরা।