English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০২১ ১০:৩৯

খ্যাতনামা ব্রডকাস্টার ল্যারি কিং করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
খ্যাতনামা ব্রডকাস্টার ল্যারি কিং করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ব্রডকাস্টার ও টক শো উপস্থাপক ল্যারি কিং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

ল্যারি কিংয়ের ঘনিষ্ঠ সূত্র এবিসি নিউজকে এবং তার সাবেক কর্মী সিএনএনকে জানিয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি। সিএনএন বলেছে, হাসপাতালের প্রটোকলের কারণে তিন ছেলে ল্যারির সাথে দেখা করতে পারেনি। ল্যারির প্রতিনিধিও তার স্বাস্থ্যের বিষয়ে কিছু জানাননি। 

৬০ বছরের বেশি সময়ের ক্যারিয়ার ল্যারি কিংয়ের। দুটি পিবয় অ্যাওয়ার্ড ও একটি অ্যামিসহ বহু সম্মাননা জিতেছেন তিনি।  বেশ কয়েক বছর ধরে হার্ট অ্যাটাক, টাইপ টু ডায়বেটিসসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন ৮৭ বছর বয়সী ল্যারি কিং। ১৯৮৭ সালে তার বাইপাস সার্জারি হয়েছিল। ২০১৭ সালের তিনি জানান, তার ফুসফুসে ক্যান্সার হয়েছিল এবং সেটি নিরাময়ে সার্জারি সফল হয়েছিল। ২০১৯ সালে বুকে ব্যথার জন্য চিকিৎসা নিয়েছিলেন তিনি।