English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০২১ ১২:৪৩

নতুন বছরে কাজে ফিরছেন রিয়া চক্রবর্তী

অনলাইন ডেস্ক
নতুন বছরে কাজে ফিরছেন রিয়া চক্রবর্তী

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সবচেয়ে বেশি বিপদে পড়েছেন তার 'কথিত' প্রেমিকা রিয়া চক্রবর্তী। মাদককাণ্ডে জড়িয়ে বেশ কিছুদিন জেলে থাকতে হয়েছে তাকে। একাধিক শর্তে জামিন পেয়েছেন তিনি। জেলে নেওয়া হয় তার ভাই শোভিককেও। রিয়ার বাবাকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। তবে সেসব ভুলে এবার কাজে ফিরছেন রিয়া। 

সুশান্ত ও রিয়ার ঘনিষ্ঠ লেখক-নির্মাতা রুমি জাফ্রি জানিয়েছেন, নতুন বছরের শুরুতেই কাজে ফিরবেন রিয়া। তিনি রিয়ার সাথে দেখাও করেছেন। রুমি আরও জানান, একদম চুপচাপ হয়ে গেছেন রিয়া। এখন কথাও খুব কম বলেন। তার ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা তো কেউ অস্বীকার করতে পারবে না।

গত বছরের ১৪ জুন মুম্বাইয়ের বাসা থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করেছে- এনিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। সে ঘটনার পর মাদক গ্রহণ ও ক্রয়ে নাম জড়িয়ে যায় সুশান্ত ও রিয়ার। এ অভিযোগে ১ মাস জেলে কাটাতে হয়েছে রিয়াকে।