English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০ ১০:৫১

রিমেকে ফ্লপ বরুণ-সারা

অনলাইন ডেস্ক
রিমেকে ফ্লপ বরুণ-সারা

সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বলিউডের মসলাদার সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেক। সিনেমাটি নব্বইয়ের দশকে দারুণ সাড়া ফেলে। ডেভিড ধাওয়ানের পরিচালনায় এ সিনেমায় গোবিন্দ আর কারিশমার রসায়ন আইকনিক হয়ে আছে। তাই একই পরিচালক যখন সিনেমাটির রিমেকে বরুণ ধাওয়ান আর সারা আলী খানকে যুক্ত করলেন, তখন থেকেই দর্শকের প্রত্যাশার পারদ অনেক ওপরে উঠে যায়। কিন্তু এই নতুন জুটি একেবারেই ব্যর্থ হলেন। 

সারা আলী খান নাকি বলিউডে অভিনয় করার জন্যই জন্মেছিলেন। বলিউডে পা রেখেই তিনি ভক্তদের কথা দিয়েছিলেন, ‘আমাকে দিয়ে সব হবে।’ কিন্তু দর্শক তা বলছেন না।  সারা অভিনীত চতুর্থ চলচ্চিত্র ‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তির পর থেকেই টুইটারের ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ‘হ্যাশট্যাগ কুলি নাম্বার ওয়ান’। সেখানে জড়ো হয়েছে নানা জনের নানা মত। তবে একটা বিষয়ে সবাই একমত। আর তা হলো, সারাকে দিয়ে আর যা-ই হোক, অভিনয়টা হবে না। ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমায় সারার চরিত্রের নামও সারা। একজন লিখেছেন, একজন ছিলেন কারিশমা কাপুর। আরেকজন এই সারা। মাঝখানে আকাশ-পাতাল তফাত। কারিশমার সঙ্গে তুলনা টানা মোটেও ভালো চোখে নেননি সারা। তিনি বলেছেন, ‘আমি কারিশমা ম্যামের চরিত্রে অভিনয় করতে পেরে খুবই খুশি। কিন্তু তার সঙ্গে আমার অভিনয়ের তুলনা টানা অমূলক। কেননা সেটা নব্বইয়ের দশকের অভিনয়। আর এটা আজকের সময়ের। আমি কখনোই কারিশমা কাপুর হতে চাইনি। আমি সারা আলী খান হতে চেয়েছি। আমি নিশ্চিত, বরুণও গোবিন্দ হতে চাননি।’

তারপরও টুইটারে লেখা হয়েছে, কারিশমার এক কানাকড়িও নন সারা। আরেকজন লিখেছেন, ‘সারা আলী খান, আপনি বলিউড ছেড়ে যান। একটা আইকনিক সিনেমাকে রিমেকের নামে এভাবে নষ্ট করবেন না।’ রাজু চরিত্রেও গোবিন্দর জায়গায় দর্শক বিশেষ পছন্দ করেননি বরুণ ধাওয়ানকে। তবে সরাসরি বলে দিয়েছেন, সারাকে দিয়ে অভিনয় হবে না।

সিনেমা মুক্তির মাত্র কয়েক ঘণ্টায় ২ হাজার ১৬০ জন দর্শক ভোট করে রেটিং করেছেন। সেখানে এই ছবি ১০-এর ভেতর পেয়েছে মাত্র ১ দশমিক ৫। আপাতত সারা নিজেকে সব রকম নেতিবাচকতা থেকে সরিয়ে রেখেছেন। মন দিয়ে অক্ষয় কুমার আর ধানুশের সঙ্গে ‘আতরাঙ্গি রে’ সিনেমার শ্যুটিং করছেন।