English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০ ২২:৫২

মিরপুরে সালমান খানের জন্মদিন পালন

অনলাইন ডেস্ক
মিরপুরে সালমান খানের জন্মদিন পালন

বলিউড তারকা সালমান খানের জন্মদিন পালন করেছে বাংলাদেশি ভক্তরা। বাংলাদেশে কয়েকজন তরুণ মিলে গঠন করেছেন 'সালমান খান ক্লাব।' এই ফ্যান ক্লাবের পক্ষ থেকে সালমানের জন্মদিন পালন করা হয়েছে। একই সঙ্গে পথশিশুদের খাবার বিতরণ করেছে সংগঠনটি।  

আজ রবিবার ‘সালমান খান ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর পক্ষে আয়োজনটি করেন তোফায়েল আহমেদ, রাব্বী খান, ইমতিয়াজ, তুহিন ফারুক, মোহাম্মদ আলী শাহ্‌ ও তানভীর আলম।

সালমান খানের জন্মদিন উপলক্ষে রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন এলাকায় ছোট কেক কাটার আয়োজন করে। প্রথমে কেক কেটে জন্মদিন পালন এবং এরপর ৬০ জন পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।

আয়োজকদের মধ্য থেকে রাব্বী খান বলেন, সালমান খানের সবচেয়ে ভালো দিক তিনি মানবিক। মানুষের জন্য কাজ করতে পছন্দ করেন। তিনি ‘বিয়িং হিউম্যান’ নামক সংগঠন চালান। সালমান খান শিশুদের খুব ভালোবাসেন, আদর করেন। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা গত চার-পাঁচ বছর ধরে তার জন্মদিনে বিভিন্ন আয়োজন করে থাকি। এবার পথশিশুদের মাঝে খাবার দিয়েছি, এর আগে শীতবস্ত্র বিতরণ করেছি।

সালমানের জন্মদিনের আয়োজনের এই বিষয়টি জানেন না বলিউডের ভাইজান। এ জন্য অবশ্য আয়োজকদের আফসোস নেই। তারা সালমানকে ভালোবাসেন- এটাই মুখ্য বলে জানান সংগঠনের কর্মীরা।