English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০ ২১:১০

এবার নতুন চরিত্রে আসছে অপূর্ব-মেহজাবিন

অনলাইন ডেস্ক
এবার নতুন চরিত্রে আসছে অপূর্ব-মেহজাবিন

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবিন। তাদের রসায়ন দর্শকরা খু্ব উপভোগ করে। আর এরই ধারাবাহিকতায় নতুন বছরে নতুন চমক নিয়ে আসছে এই জুটি।

এবার ‘ক্যান্ডি ক্রাশ’ নামের একটি ভিন্নধর্মী গল্পে দেখা যাবে তাদের। নাটকে গতানুগতিক চরিত্রের বাইরে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে দুজনকে। নতুন বছরের ২য় দিন মাছরাঙ্গা টিভিতে দেখা যাবে ‘ক্যান্ডি ক্রাশ’ নাটকটি। এ কাজটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।   মহিদুল মহিম বলেন, নাটকটিতে অপূর্বকে দেখা যাবে কৃপণ স্বভাবের একটি ছেলের চরিত্রে। যে মূলত গিটার বাজিয়ে সুর খোঁজার চেষ্টা করেন। কিন্তু সুর আর হয় না! অন্যদিকে মেহজাবীনকে দেখা যাবে বারবার ফেল করা মেধাহীন ছাত্রীর চরিত্রে! কিন্তু নিজেকে মেধাবী প্রমাণের চেষ্টার অন্ত নেই তার।

দুজনের মধ্যে নানা বিষয়ে তৈরি হয় বিরোধ। এভাবে চলতে থাকে নাটকের গল্প।