English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০ ১৫:৪৪

অনলাইনে “রূপসা নদীর বাঁকে” চলচ্চিত্রের প্রদর্শনী

অনলাইন ডেস্ক
অনলাইনে “রূপসা নদীর বাঁকে” চলচ্চিত্রের প্রদর্শনী

তানভীর মোকাম্মেলের “রূপসা নদীর বাঁকে” চলচ্চিত্রটি ২৫ থেকে ২৭ ডিসেম্বর ব্যাপী অনলাইনে জুমের মাধ্যমে দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে। শোয়ের সময়সূচি হচ্ছে প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ১১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা ও রাত ১০টা। চলচ্চিত্রটির দর্শন মূল্য ২০০ টাকা।

যে কেউ টাকা পাঠিয়ে ছবিটা দেখতে পারেন। ২৪ ডিসেম্বর অর্থ পাঠানোর শেষ দিন। অর্থপ্রাপ্তির পর আপনার ই-মেইল আইডি-তে ছবিটা দেখার জুম লিঙ্কটা পাঠানো হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিন ঘণ্টার জন্য চলচ্চিত্রটি উক্ত লিঙ্কে থাকবে। তারপর ছবিটা সরিয়ে নেয়া হবে।

“রূপসা নদীর বাঁকে” ছবিটার দৈর্ঘ্য দুই ঘণ্টা ১৭ মিনিট।