English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০ ১৯:৪৬

নতুন সিনেমায় বিপাশা কবির

অনলাইন ডেস্ক
নতুন সিনেমায় বিপাশা কবির

আইটেম গার্ল’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা বিপাশা কবির সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।  এ ছবির নাম ‘গিভ অ্যান্ড টেক’। ‘গিভ অ্যান্ড টেক’-এর কাহিনি অপূর্ব রানার। চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। ‘সাইকো থ্রিলার’ গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

রাজধানীর উত্তরায় ১৪ ডিসেম্বর, সোমবার থেকে শুরু হয়েছে এর শুটিং।এতে অংশ দিয়েছেন বিপাশা কবির। ‘গিভ অ্যান্ড টেক’ ছবিতে বিপাশা কবিরের সঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও অধরা খান।

যুগল নির্মাতা অপূর্ব-রানা আরও বলেন,বেশ প্রত্যাশা নিয়ে এই ছবির কাজ শুরু করেছি। সময়োপযোগী একটি গল্প, চেষ্টা করছি পর্দায় তা তুলে ধরতে।বিপাশা কবিরের চরিত্রে বেশ চমক থাকছে। বিপাশা কবির খুব ভালো কাজ করছেন। আশা করি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।

নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ছবির গল্পটি রোমান্টিক, থ্রিলার ও অ্যাকশন ধাঁচের। সবকিছু মিলিয়ে সুন্দর একটি টিম। আমি চেষ্টা করছি আমার চরিত্রের ভেতরে ঢুকে যেতে। আশা করি, দর্শক হতাশ হবেন না। ছবিটি দেখার পর।