English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০ ১০:৩৪

আপনার সন্তান যা দেখছে, জানাবে নেটফ্লিক্স

অনলাইন ডেস্ক
আপনার সন্তান যা দেখছে, জানাবে নেটফ্লিক্স

নেটফ্লিক্সে আপনার সন্তান যা দেখছে, তার বিষয়বস্তু কি প্রাপ্তবয়স্কদের জন্য? কোনোভাবে স্ট্রিমিং কনটেন্ট তাদের খুব একটা বড় ক্ষতি করে ফেলছে না তো? এসব বিষয় নিয়ে ভাবছে নেটফ্লিক্স কত্তৃপক্ষ। নেটফ্লিক্স এক ইন্টারফেসে নতুন সংযোজন করেছে ‘নেটফ্লিক্স কিডস অ্যাক্টিভিটি রিপোর্ট’। এতে করে স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপনার সন্তান কী দেখছে, কে তাদের ফেভারিট ক্যারেক্টার কিংবা তাদের ভিউয়িং প্যাটার্ন বুঝতে পারবেন আপনি। এ ছাড়া নেটফ্লিক্স আনতে চলেছে ফ্যামিলি প্রোফাইল সেটিং, যা পুরো পরিবারের পছন্দের স্ট্রিমিং কনটেন্টগুলোকে এক জায়গায় সাজিয়ে রাখবে। এক সপ্তাহের মধ্যে মেইল করে ইউজারদের এ বিষয়ে যাবতীয় তথ্য পাঠাবে নেটফ্লিক্স। নিয়মিত এক রিপোর্ট পাঠাবার কথাও ভাবছে তারা। বাচ্চাদের পছন্দের শো, তাদের পছন্দের চরিত্র এবং তাদের সুপারিশ করা কনটেন্টের বিষয়েও থাকবে তথ্য। ‘নেটফ্লিক্স কিডস অ্যাক্টিভিটি রিপোর্ট’-এ থাকছে জোক অব দ্য ডে, রঙিন পেজে নেটফ্লিক্সের সব চরিত্র, এবং তাতে থাকছে তাদের পছন্দের চরিত্রগুলো নিয়ে কুইজও। নেটফ্লিক্সের প্রোডাক্ট ইনোভেশনস টিমের জন্য দায়িত্বে আছেন মিশেল পার্সনস। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‌‘বেশিরভাগ বাবা-মা তাদের সন্তানদের ভীষণভাবে বুঝতে পারেন। তারা জানেন হ্যালোইন পোশাক বা ক্রিসমাসের সময় কোন খেলনা বাচ্চাদের পছন্দ হবে। কিন্তু তারা এটা জানেন না, তাদের বাচ্চা কোন শো-গুলোর প্রতি তাদের ঝোঁক রয়েছে।’ ‘নেটফ্লিক্স কিডস অ্যাক্টিভিটি রিপোর্ট’-এর মাধ্যমে জানা যাবে, বাচ্চারা কী দেখছে এবং তাদের সঙ্গে আরও কানেক্ট হতে মা-বাবাদের সাহায্য করবে। নেটফ্লিক্স বিশ্বব্যাপী নতুন ফ্যামিলি প্রোফাইল সেটিং চালু করতে চলেছে। যেখানে পারিবারিকবান্ধব শো এবং ফিল্ম একসঙ্গে এক জায়গায় রাখতে সাহায্য করবে। নেটফ্লিক্স-এর অ্যালগদিরম সিস্টেম দর্শক কী কী দেখতে পছন্দ করছে এবং তার ওপর ভিত্তি করে কনটেন্ট সুপারিশ করবে পুরো পরিবারকে।