English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২০ ২০:৩৪

বিয়ের আগেই অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন অতিথি

অনলাইন ডেস্ক
বিয়ের আগেই অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন অতিথি

বিয়ের আগেই টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের পরিবারে এলো নতুন সদস্য! অভিনেতা নিজেই এ খবর জানিয়েছেন। হয়তো চমকে গেছেন! আসলে অঙ্কুশ নতুন গাড়ি কিনেছেন। আর নিজের শখের সেই গাড়িকে নতুন সদস্য বলে পরিচয় দিয়েছেন অভিনেতা। ঐন্দ্রিলাকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল সেই গাড়ির ছবিও পোস্ট করেছেন অঙ্কুশ। মার্চে বিয়ের আগে নিজের এই শখপূরণের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করলেন উচ্ছ্বসিত অভিনেতা। অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ে নিয়ে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে ২০২১ সালের শুরুর দিকে বিয়ে করবেন তারা। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র বলছে, মার্চে বিয়ের পিড়িতে বসছেন টালিউডের এই তারকাজুটি। উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে বিয়ে করার কথা জানালেও কবে হচ্ছে সেই মালাবদল সেকথা জানাননি অভিনেতা। তার কথায়, দুই পরিবার কথা বলে বিয়ের দিন ঠিক করা হবে।