English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২০ ২০:৩০

দীপ্ততে ছুটির রাতের গল্প ‘‌ব্যাড লায়ার’

অনলাইন ডেস্ক
দীপ্ততে ছুটির রাতের গল্প ‘‌ব্যাড লায়ার’

শুক্রবার। ছুটির রাত। প্রতি ছুটির রাতেই দীপ্ত টেলিভিশন রাত ১১টায় আসছে নতুন সব একক নাটক নিয়ে। নাটকগুলোতে থাকছে তরুণ প্রজন্মের রম্য-রোমান্টিকতার সব গল্প। সে সব গল্পে দর্শক কখনো আবেগে ভাসবেন তো কখনো আবার প্রাণ খুলে হাসবেন। জনপ্রিয় অভিনয়শিল্পী আর কুশলী নির্মাতাদের সমন্বয়ে শুক্রবারের ছুটির রাত হয়ে উঠবে গল্পের রাত। দীপ্ত টিভি সূত্রে জানা গেছে, ১১ ডিসেম্বর রাত ১১টায় প্রচারিত হবে নতুন একক নাটক '‌ব্যাড লায়ার'। নাটকের গল্পে দেখা যাবে, সামির খান চাকরি করেন একটি অফিসে। ছোটবেলা থেকেই তার একটি বদ অভ্যাস আছে। সেটা হচ্ছে কখনই কোন কিছু বাড়িয়ে বলা ছাড়া থাকতে পারেন না। তার এসব মিথ্যে চাপাবাজি ফাপরবাজিতে তার মা, ভাই, গার্লফ্রেন্ডসহ সব মানুষ যখন অতিষ্ট তখন তার জীবনে ঘটে যায় একটি ঘটনা। হঠাৎ একদিন অফিসে সামিরের একটা মিথ্যা কথার প্রেক্ষিতে একটি মেয়ের চাকরি চলে যায়। ব্যাপারটা সামিরের মনে কোনো দাগ কাটে না। কিন্তু কিছুদিন পর অন্য এক কলিগের মাধ্যমে জানতে পারে মেয়েটার ফ্যামিলি খুব সমস্যার মধ্যে আছে। কারণ তাদের পরিবারের এক মাত্র উপার্জনের মানুষ ছিলো সে। সামির খুব ব্যাথিত হয়। সে মেয়েটাকে সাহায্য করে। বাসায় এসে সামির তার মাকে এই ঘটনা বলে কিন্তু তার মা এসব বিশ্বাস করে না। এরপর সামির তার গার্লফ্রেন্ডকে নিযে যায় সেখানে। তারপর কী হয়? জানতে হ্লে চোখ রাখতে হবে দীপ্ত টিভির পর্দায়। শাহরিয়ার শাওনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি। নাটকটি রচনা করেছেন সুদিপ্ত নাথ।