English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২০ ২০:২৪

রোশনের হোয়াটস অ্যাপের মেসেজ ফাঁস, তোলপাড়...

অনলাইন ডেস্ক
রোশনের হোয়াটস অ্যাপের মেসেজ ফাঁস, তোলপাড়...

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর তৃতীয় স্বামী ও রোশনের সিংয়ের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্ট্যাটাস দেখা গেছে। যা নিয়ে ভক্তদের মধ্যে ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। দেখুন রোশন সিংয়ের ওই ইনস্টাগ্রাম স্টোরিতে চ্যাটিংয়ের স্ক্রিনশট দেখা গেছে। তাতে লেখা হয়েছে রোশনকে মেসেজ করা হলে সে গেমস খেলতে ব্যস্ত বলে জানায়। এতে অপরপক্ষ অভিমান করে লিখেছে, খেলো তুমি। ভালো মতো খেলো। দিলাম না টেক্সট।  শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের মন কষাকষির খবর আগেই সংবাদমাধ্যমে এসেছে। তা নিয়েও টলিউডে জোর শোরগোল শুরু হয়ে যায়। এসবের পাশাপাশি শ্রাবন্তী নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি একটি মাস্কের ভিডিও শেয়ার করেন। যেখানে তিনি বলেন, মাস্ক পরলে চেনা মানুষকে চেনা যাচ্ছে না। তা নিয়েও চলছে গুঞ্জন। একথা কাকে উদ্দেশ্য করে লেখা? তবে কোভিড পরিস্থিতিতে মানুষকে সচেতন করতেই শ্রাবন্তী ওই মাস্কের ভিডিও শেয়ার করেছেন বলে দাবি করেছেন।