English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২০ ১২:৪৭

ঘুমন্ত অবস্থায় ছবি তোলায় খেপেছেন মিম

অনলাইন ডেস্ক
ঘুমন্ত অবস্থায় ছবি তোলায় খেপেছেন মিম

খেপেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঘুমন্ত অবস্থায় তাঁর ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। ঘুম থেকে উঠে সেই ছবি দেখে তাঁকে হুমকি দিয়েছেন মিম। সুযোগ খুঁজছেন, অপ্রস্তুত অবস্থায় রাজের ছবি তুলে তিনিও ফেসবুকে আপলোড করে দেবেন। মিমের ছবি পোস্ট করে রাজ লিখেছেন, ‘ফাঁকিবাজ ঘুমায়।’ ছবিতে দেখা যাচ্ছে, নায়িকা বিদ্যা সিনহা মিম মেকআপ রুমে শুয়ে ঘুমাচ্ছেন। ঘটনা জানতে যোগাযোগ করা হলে মিম জানান, সকালে সময়মতোই শুটিংয়ে হাজির হয়েছিলেন তিনি।  লাইট, ক্যামেরা ও সেট প্রস্তুত করতে বেশ খানিকক্ষণ সময় লেগে যায়। এই সময়টা মেকআপ রুমে অলস বসে থাকতে থাকতে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। মিম বলেন, ‘অনেক সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে হয়েছিল। ক্লান্ত লাগলে কী করব! তাই বলে আমার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেবে? আমিও সুযোগ খুঁজছিলাম। পরে ওর অনেকগুলো ছবি তুলে হুমকি দিয়েছি, আর কখনো এ রকম করলে আমিও সঙ্গে সঙ্গে রাজের ছবি ফেসবুকে দেব।’ কথাগুলো মজা করে বললেন মিম।