English Version
আপডেট : ২১ আগস্ট, ২০২০ ০১:২৬

সিয়ামের মাইলফলক

অনলাইন ডেস্ক
সিয়ামের মাইলফলক

ছোট পর্দায় দাপিয়ে যিনি প্রথম সিনেমা দিয়েই রূপালি পর্দায় বাজিমাত করেছেন তিনি চিত্রনায়ক সিয়াম আহমেদ। এখন পর্যন্ত মুক্তি পাওয়া তিনটি সিনেমাতেই হয়েছেন প্রশংসিত। হাতে রয়েছে প্রায় ৭টি সিনেমা। এই সময়ে কোন নায়কের হাতেও এত সিনেমা নেই, সেখানে একাই বাজিমাত করে যাচ্ছেন ‘পোড়ামন ২’ খ্যাত এই নায়ক।

অভিনেতার বাইরেও তিনি একজন ব্যারিস্টার; সেটা সবারই জানা। এই পরিচয়ের বাইরেও সম্প্রতি তিনি হাজির হয়েছেন নতুন পরিচয়ে। হয়েছেন ইউটিউবার, খুলেছেন নিজের নামে অফিশিয়াল চ্যানেল ‘সিয়াম আহমেদ’। মজার বিষয় হলো, মাত্র অল্প সময়ে দ্রুত গতিতে বাড়ছে তার চ্যানেলের সাবস্ক্রাইবার। প্রথম ভিডিও আপলোড করার মাত্র ১৩ দিনেই ১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

চ্যানেলটিতে আপলোড করা হয়েছে মাত্র দুটি ভিডিও ও একটি অফিশিয়াল ট্রেলার। নিজের জীবনের গল্প নিয়ে সাজানো দুইটি পর্বে তৈরি করা ভিডিও এরইমধ্যে ১৬ লাখ ও প্রায় ৫ লাখ দর্শক দেখেছেন। নিজের ব্যস্ততার বাইরের সময়টুকু চ্যানেলের জন্য দিচ্ছেন এই নায়ক, অল্প সময়েই দর্শকরা সেটিকে গ্রহণ করে নিয়েছেন।

এমন বিষয়ে রীতিমত অবাকই হলেন সিয়াম। ‘পোড়ামন ২’ খ্যাত এই নায়ক বলেন, আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে ধারণা আসলেই খুব কম। যেটা দেখলাম এত অল্প সময়ে এত সাবস্ক্রাইবার দেখে আমি ভীষণ অবাকই হয়েছি। তবে এটা দেখে বেশ ভালো লাগছে। দর্শকরা আমাকে, আমাদের কন্টেন্ট পছন্দ করছেন। আমাদেরকে ভালোবেসে পাশে আছেন, এটা আমাদের জন্য অনেক। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, যারা এই সাপোর্টটা দিচ্ছেন।

এদিকে সদ্য শেষ হয়ে যাওয়া ১৯তম কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০১৯ সালে সেরা অভিনেতা (সমালোচক পুরস্কার) হিসেবে পুরস্কার পেলেন সিয়াম। তৌকির আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়া’ সিনেমার জন্য এই সম্মানে ভূষিত হন তিনি।

করোনা পরিস্থিতির কারণে সিনেমার শুটিংয়ে না ফিরলেও এরইমধ্যে দুইটি মুঠোফোনের বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন এই নায়ক। এরমধ্যে একটি ফোনের শুভেচ্ছাদূতও নিযুক্ত হয়েছেন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে অংশ নেবেন সিনেমার শুটিংয়ে।