English Version
আপডেট : ২১ আগস্ট, ২০২০ ০১:২৩

বাংলালিংকের বিজ্ঞাপনে তিন তারকা, নির্মাণে রাজীব

অনলাইন ডেস্ক
বাংলালিংকের বিজ্ঞাপনে তিন তারকা, নির্মাণে রাজীব

করোনা পরিস্থিতি সামলে সবাই এখন কাজে ফিরেছেন। সর্বোচ্চ সতর্কতা মেনেই কাজ করছেন সবাই। এরইমধ্যে শেষ টেলিকম কোম্পানি বাংলালিংকের কিছু বিজ্ঞাপনের শুটিং। এরমধ্যে তিনটি বিজ্ঞাপনের কাজ শেষ করলেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব।

এই বিজ্ঞানপনগুলোতে মডেল হয়েছেন টিভি পর্দার জনপ্রিয় তিন তারকা। এরা হলেন মনোজ প্রামাণিক, তাসনুভা তিশা ও সাবিলা নূর। তিনটি ভিন্নধর্মী কনসেপ্টে তিন বিজ্ঞাপনে দেখা যাবে এই তিন তারকাকে।

নির্মাতা আদনান আল রাজীব জানান, মুঠোফোন কোম্পনি একটিই, বাংলালিংক। তিনটি আলাদা আলাদা বিজ্ঞাপন তৈরি করেছি যেগুলোতে দেখা যাবে মনোজ, তিশা ও সাবিলাকে। তিনটারই কনসেপ্ট একদম ভিন্ন। এই কাজগুলোতে দর্শকরা অন্যরকম একটা আমেজ পাবেন।

খুব শিগগিরই এই বিজ্ঞাপনগুলো টেলিভিশনসহ সবখানে একযোগে প্রচার হবে বলে জানান নির্মাতা।