English Version
আপডেট : ২১ আগস্ট, ২০২০ ০১:২১

অবশেষে ফিরছেন অপূর্ব

অনলাইন ডেস্ক
অবশেষে ফিরছেন অপূর্ব

ঈদের আগে টানা কাজে বেশ ব্যস্ত সময় পার করেছেন ছোট পর্দার ‘সুপারস্টার’ জিয়াউল ফারুক অপূর্ব। তাই ঈদের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কাজে ফেরেননি তিনি। ছেলের সঙ্গে বেশ আনন্দঘন মুহূর্ত পার করেছেন এই সময়টাতে। অবশেষে ঈদের আমেজ ছেড়ে কাজে ফিরছেন এই নাট্যতারকা।

জানা গেছে, আগামী সপ্তাহে ‘ট্রল’ শিরোনামের নাটক দিয়ে শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। স্বরুপ চন্দ্র দে’র রচনায় নাটকটি পরিচালনা করবেন সঞ্জয় সমাদ্দার। এতে অপূর্বর সঙ্গে থাকবেন তাসনিয়া ফারিন।

এই নির্মাতা জানান, আগামী সপ্তাহেই আমরা শুটিং শুরু করছি। এতে অপূর্ব ভাই ও ফারিন থাকছেন। শুধু তাই নয়, ৯০ মিনিটের গল্পে প্রায় ৪০জন শিল্পী থাকছেন এতে। একটা সাইলেন্ট কিলারের গল্প এটি। গল্পে রয়েছে নানা চমক।

এই বিষয়ে অপূর্ব জানান, এই মাসে কাজে ফেরার কোন ইচ্ছা ছিলো না। আরও কিছুদিন সময় নিতে চেয়েছিলাম। আয়াশের সঙ্গে বেশ ভালো একটা সময় পার করছি। কিন্তু দিনশেষে তো কাজে ফিরতেই হবে। এখন দেখা যাক, কি হয়!

তিনি আরও বলেন, এবারও কাজে ফেরার আগে করোনা টেস্ট করে নিয়েছি। ঈদের আগে কাজ শেষ করেও একবার টেস্ট করেছিলাম, নেগেটিভ এসেছে প্রতিবারই। তারপরও সাবধান থেকে কাজ করার চেষ্টা করবো।

৯০ মিনিটের থ্রিলার গল্পের এই নাটকটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস। শুটিং শেষে খুব শিগগিরই এটি ইউটিউবে অবমুক্ত হবে বলে জানা যায়।