English Version
আপডেট : ২০ আগস্ট, ২০২০ ২০:২৪

নরেন্দ্র মোদিকে নুসরাতের খোঁচা

অনলাইন ডেস্ক
নরেন্দ্র মোদিকে নুসরাতের খোঁচা

'তরুণ প্রজন্মকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন!' ভারতে বেকারত্বের হার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নজিরবিহীন খোঁচা সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের। খবর সংবাদ প্রতিদিনের।

তিনি জানিয়েছেন, ‌আমাদের দেশে এত জনসংখ্যা, তার ভিত্তিতে তরুণ প্রজন্মের জন্য কী করছেন নরেন্দ্র মোদি? ওদের ভবিষ্যতের জন্য কি শুধু বেকারত্বই রেখেছেন? দেশের তরুণ প্রজন্মকে বুঝতে আপনি ব্যর্থ! ওদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন আপনি। সত্যিই লজ্জাজনক!

উল্লেখ্য, মহামারী আবহে ভারতজুড়ে বহু মানুষ কাজ হারিয়েছেন। উপরন্তু সাড়ে তিন মাস লকডাউনের জেরে অর্থনৈতিক পরিকাঠামোও ধুঁকছে। নেই কর্মসংস্থান। কাজ খুইয়ে ফাঁকা পকেট। রোজগারহীন তরুণ-তরুণীরা হন্যে হয়ে ঘুরছে নতুন কাজ পাওয়ার আশায়।