English Version
আপডেট : ১২ জুলাই, ২০২০ ১২:৫৩
সূত্র:

অমিতাভের পর অভিষেকও করোনায় আক্রান্ত, বলিউডে আতঙ্ক

অমিতাভের পর অভিষেকও করোনায় আক্রান্ত, বলিউডে আতঙ্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে র্ভতি হয়ছেনে বলউিডরে শাহনেশাহ অমতিাভ বচ্চন। শনবিার, ১১ জুলাই তাকে মুম্বাইয়রে নানাবতী হাসপাতালে র্ভতি করা হয়ছে।ে তার শারীরকি স্বাস্থ্য ঘরিে আশঙ্কা তরৈি হয়ছেে বলউিড।ে

অমতিাভরে করোনায় আক্রান্ত হওয়ার খবর আসার কছিুক্ষণ পরই জানা গলে করোনায় আক্রান্ত হয়ছেনে তার পুত্র অভষিকে বচ্চন। বলউিডভত্তিকি জনপ্রয়ি পত্রকিা ফল্মিফয়োর ১২ জুলাই রাত সাড়ে ১২টায় এক টুইট র্বাতায় এ তথ্য জানায়।

তার কছিুক্ষণ পর অভষিকে নজিইে তার টুইটারে এই তথ্য নশ্চিতি করছেনে।

তনিি লখিছেনে, 'কছিু সময়রে ব্যবধানে আমার বাবা ও আমার করোনা টস্টে পজটিভি এসছে।ে আমরা করোনায় আক্রান্ত। আমাদরে পরবিাররে সব সদস্য ও কাজরে লোকদরেও টস্টে করা হচ্ছ।ে দয়া করে কউে দুশ্চন্তিা না ছড়য়িে র্প্রাথনা করুন।'

অমতিাভরে পর অভষিকেও করোনায় আক্রান্ত, বলউিডে আতঙ্ক

এর আগে শনবিার, ১১ জুলাই রাতে নজিরে অসুস্থতার কথা নজিইে টুইট করে জানান বগি ব।ি টুইট করে তনিি জানয়িছেনে যে করোনায় আক্রান্ত হয়ছেনে। তার নমুনা পরীক্ষার রপর্িোট পজটিভি এসছে।ে তার পরবিাররে সদস্য ও স্টাফদরেও পরীক্ষা করা হয়ছে।ে

সইে পরীক্ষার পরই অভষিকে বচ্চনরে করোনায় আক্রান্ত হওয়ার খবর এলো।

কয়কে ঘণ্টার ব্যবধানে পতিাপুত্ররে একসঙ্গে করোনায় আক্রান্ত হওয়ার খবরটি বশে আতঙ্করে তরৈি করছেে বলউিড।ে আশঙ্কা করা হচ্ছে অমতিাভরে স্ত্রী জয়া বচ্চন, পুত্রবধূ ঐশ্বরয়িা রাই, নাতি আরাধ্য এবং অমতিাভরে ময়েে শ্বতো বচ্চনরে ছলেে অগ্যস্ত নন্দও করোনায় আক্রান্ত হতে পারনে।

এদকিে টুইটারে অনুপম খরে, র্অজুন রামপাল, সোনম কাপুর, সোনো সুদ, রাজকুমার রাও, ইয়ামি গুপ্তাসহ অনকে তারকাই অমতিাভ বচ্চনরে জন্য র্প্রাথনা জানয়িছেনে।