English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৩৪
সূত্র:

বইমেলায় হঠাৎ হোমায়রা হিমু

বইমেলায় হঠাৎ হোমায়রা হিমু

বইমেলায় হঠাৎ খুঁজে পাওয়া গেল অভিনেত্রী হোমায়রা হিমুকে। তিনি নাকি একটি বইয়ের প্রচারণায় অংশ নিতে এসেছিলেন। বুধবার বিকেলে বইমেলায় একটি বইয়ের মোড়ক উম্মোচন করেছেন তিনি। ‘ঘুরে দাঁড়ানো’ নামের এই বইটি লিখেছেন মনজুর এইচ।

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন নাট্যপরিচালক আরিফুর রহমান নিয়াজ। এরই মধ্যে মোটিভেশনাল বই লিখে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা ও সুনাম কুড়িয়েছেন লেখক মনজুর এইচ।

তার নতুন বই ‘ঘুরে দাঁড়ানো’ ‘মোড়ক উন্মোচন শেষে হিমু বলেন, সবাই গল্প, উপন্যাস,কবিতা এসব বই লিখতে বেশি পছন্দ করেন। তবে আমি চাইব লেখক মনজুর এইচ ভাইদের মতো লেখকের সংখ্যা আরও বাড়ুক। আমি সময় পেলেই ওনার বইগুলো পড়ি। আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে। ঘুরে দাঁড়ানো বইটির সফলতা কামনা করছি।’

মনজুর এইচের লেখা ‘ঘুরে দাঁড়ানো’ বইটি প্রকাশিত হয়েছে কাকলী প্রকাশনী থেকে। বইমেলা ছাড়াও রকমারি ডট কম, অথবা ডট কমসহ বিভিন্ন অনলাইন সপেও বইটি পাওয়া যাচ্ছে।