English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৫১
সূত্র:

সমালোচনার মুখে সারা

সমালোচনার মুখে সারা

র‌্যাম্পে হেঁটে সমালোচনার মুখে সারা আলি খান। শুক্রবার আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাকে একটি ফ্যাশন শোতে অংশ নেন তিনি। এই র‌্যাম্প ওয়ার্কের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই নেটিজেনদের সমালোচনার শিকার হলেন সাইফ কন্যা। র‌্যাম্প ওয়ার্কের ভিডিও দেখে কেউ কেউ লিখেছেন, ‘এতটা অভিনয় সিনেমায় করতে ভালো হত।’ কেউ আবার বলেছেন, ‘এই র‌্যাম্প শো বড়ই হাস্যকর, ঠিক ‘লাভ আজ কাল’ ছবিটির মতোই।’ সারাকে উৎসাহ দিতে সেদিন হাজির ছিলেন কার্তিক আরিয়ান ও ভাই ইব্রাহিম আলি খান।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া নিয়ে সারা বলেছিলেন, ‘আমি এই সমালোচনা নিয়ে বিশেষ মাথা ঘামাই না। প্রথম প্রথম খারাপ লাগত। এখন এই বিষয়গুলো আমি গায়ে মাখি না। এ রকম হয়েই থাকে। আমি অভিনয় করতে এসেছি, ওটাই মন দিয়ে করতে চাই।’ সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলি খান ও কার্তিক আরিয়ানের ছবি ‘লাভ আজ কাল’। ট্রেলার আলোচনায় থাকলেও সিনেমাটি দর্শকের মন কাড়তে পারেনি!