English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৫৩
সূত্র:

দীপিকা ও ক্যাটরিনার নতুন ছবি

দীপিকা ও ক্যাটরিনার নতুন ছবি

বলিউডের এ সময়ের দুজন হার্টথ্রব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। দুই অভিনেত্রীই তাদের ভক্তদের জন্য নিয়ে আসছেন নতুন চমক। ভিন্নধর্মী চরিত্র নিয়ে পর্দায় হাজির হবেন তারা। এরই মধ্যে তাদের নতুন চলচ্চিত্রে কাজের বিষয়টি নিশ্চিত করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ভারত ছবির পর আর কোনো ছবিতে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে। আবারো ভারত-এর পরিচালক আলী আব্বাস জাফরের সঙ্গে পর্দায় হাজির হবেন টাইগার জিন্দা হ্যায় ছবির এ অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যগুলোর বরাতে, অনেকদিন ধরেই নির্মাতা আলী আব্বাস একটি সুপারহিরোধর্মী ছবি নির্মাণের পরিকল্পনা করছেন। এবার সত্যি সত্যিই তিনি এ রকম একটি ছবি তৈরি করতে চলেছেন। আর নতুন ছবিতে অভিনেত্রী হিসেবে ক্যাটরিনাকেই বেছে নিয়েছেন এ নির্মাতা। সুপারহিরো ছবিতে কিছু স্টান্ট থাকবে, যা নাকি আগে বলিউডের ছবিতে দেখা যায়নি। আর তার জন্য এরই মধ্যে প্রস্তুতিও শুরু করেছেন ক্যাটরিনা।

ক্যাটরিনাকে শিগরিগরই দেখা যাবে সূর্যবংশী ছবিতে। এতে তিনি অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন। ছবিটি আগামী ২৭ মার্চ মুক্তির কথা রয়েছে।

এদিকে বলিউডের আরেক হার্টথ্রব অভিনেত্রী দীপিকা একের পর এক ঐতিহাসিক চরিত্রে অভিনয় করে রীতিমতো শোর ফেলে দিয়েছেন। আসন্ন মহাভারত ছবিতে দ্রৌপদী চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। কিন্তু এর মধ্যেই তিনি আরেকটি ঐতিহাসিক ছবিতে অভিনয়ে কাজ শুরু করবেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এবার দর্শকরা তাকে রাধা চরিত্রে দেখতে পাবে। নির্মাতা ইমতিয়াজ আলীর নতুন এ ছবিতে কৃষ্ণ চরিত্রে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। এর আগে কার্তিক পতি-পত্নী অর ওহ ছবিতে কাজ করেছেন। নতুন ছবিটি সম্পর্কে নির্মাতা ইমতিয়াজ বলেন, ‘আমি অবশ্যই রাধা-কৃষ্ণ নিয়ে ছবিটি নির্মাণ করব। বড় আকারে এবং সঠিকভাবে কাজটি করার জন্য আমি কিছুটা সময় নেব।’