English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:০৯
সূত্র:

জয়ার ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে হইচই

জয়ার ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে হইচই

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সব সময়ই আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকেন। একের পর এক সাফল্য যুক্ত হচ্ছে তার ক্যারিয়ারে। এদিকে সোশ্যাল মিডিয়াতেও দারুণ সরব সময়ের আলোচিত এই তারকা অভিনেত্রী।

নতুন নতুন ছবি পোস্ট করে ভক্তদের তাক লাগিয়ে দেন তিনি। হাল সময়ে ছুটির মেজাজে জয়া। নিজেকে সাজিয়ে তুলছেন কখনও রিতু কুমারের পোশাকে। ভক্তদের চমকে দিচ্ছেন টিকটকে। আবার কখনও ছাইরঙা নরম ডোরাকাটা বাহারি টপে শরীর মুড়ে লিখছেন ‘রূপোলীকাব্য’। নেটিজেনদের প্রতিদিনের চর্চার বিষয় এখন জয়ার সাজ।

এর মাঝেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জয়া, ‘জীবন সব সময় পারফেক্ট হতে পারে না। কিন্তু নখ হতে পারে।’ওই ছবিতে দেখা যাচ্ছে তিনি স্যালোঁতে। ক্রিম রঙের পোশাকে তার লম্বা সুন্দর ম্যানিকিওর করা নখের ছবি দিয়েই পাগল করে দিয়েছেন ।

এই পোস্টে ভক্তদের অনেকেই জয়ার রূপের প্রশংসা করে মন্তব্য করেছেন। কেউ আবার তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন। এদিকে কলকাতায় গেল বছর ২৭ ডিসেম্বর জয়া অভিনীত ‘রবিবার’ছবিটি মুক্তি পায়। সেখানে প্রথমবারের মতো জুটি বেঁধে দেখা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসানকে। ছবিটি পরিচালনা করেছেন অতনু।