English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:০১
সূত্র:

ভালোবাসা দিবসে ‘স্পর্শের মায়াজাল’

ভালোবাসা দিবসে ‘স্পর্শের মায়াজাল’

১৪ই ফেব্রুয়ারি, বিশ্ব ‘ভালোবাসা দিবস’। ভ্যালেন্টাইনস ডে। পাশ্চাত্যের দেশগুলোতে ভালোবাসার এই দিবস পালিত হয়ে আসছে বহুকাল আগে থেকে। বাংলাদেশে ২৬ বছর আগে এই ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসের সূচনা হয়।

এই দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা মাত্রিক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিটি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনেও নানা অনুষ্ঠানের আয়োজন থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। ভালোবাসা দিবসকে ঘিরে নির্মিত হয়েছে নাটক ‘স্পর্শের মায়াজাল’।

নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সজল এবং শাহানাজ মায়া। নাটকটি নির্মাণ করেছেন আলোক হাসান। এর আগে তিনি চিরকুট, নয়নতারা, রিমোট কন্ট্রোল, মিস্টেক, টিকটক গার্ল, জয় অব লাভ, নাটকগুলো নির্মাণ করে প্রশংসা পেয়েছেন।

নাটকটি প্রসঙ্গে আলোক বলেন, দু’জন হতাশাগ্রস্ত মানুষের এক হওয়া এবং তাদের জীবনের টার্নিং নিয়ে নাটকটি নির্মাণ করেছি। এটি আমার নির্মাণে অষ্টম প্রোডাকশন। সবসময় চেষ্টা করি যত্ন নিয়ে কাজ করতে।

তিনি বলেন, রোমান্টিক প্যাটার্নে ভালোবাসা দিবসে হতাশাগ্রস্ত দম্পতির গল্প দিয়ে ভিন্ন কাজের চেষ্টা করেছি। গত সপ্তাহেই শুটিং শেষ হয়েছে ‘স্পর্শের মায়াজাল’ নাটকটির।

ভালোবাসা দিবসে একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাণ আলোক হাসান। আরও বলেন, নাটকটি লিখেছেন প্রত্যয় হাসান, প্রযোজনা করেছে কুয়াশা মাল্টিমিডিয়া।