English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২০ ১৪:১৯
সূত্র:

শাকিব-পপির নতুন মিশন

শাকিব-পপির নতুন মিশন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও পপি। এই এই তারকা এক সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন দুজন দুজনার, হীরা চুনি পান্না, বস্তির রানী সুরিয়াসহ বেশ কিছু ছবিতে। নতুন খবর হলো আবারও এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে।

আসছে ১ ফেব্রুয়ারি বরিশালের ভোলার চরফ্যাশনে একটি প্রোগ্রামে দুজন পারফর্ম করবেন বলে জানালেন পপি।এ ব্যাপারে পপি বলেন, আমাদের অভিনীত সিনেমা থেকে কিছু গান বাছাই করা হয়েছে। সেগুলোর সঙ্গে পারফর্ম করবো। অনেকদিন পর একসঙ্গে কোনও কাজে অংশ নিচ্ছি। আশা করি অভিজ্ঞতা ভালো হবে।

চরফ্যাশনের একটি ঐতিহ্যবাহী স্কুলের অনুষ্ঠান এটি। এখানে তার সঙ্গে শাকিবকে নাচতে দেখা যাবে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে।

এদিকে শাকিব ও পপি জুটিকে বড় পর্দায় দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। পপির ভাষ্য, কাজের ব্যাপারে কথা চলছে। তবে এখনও চূড়ান্ত নয়। আমার ও শাকিব জুটির সব ছবিই হিট। সেদিক থেকে আবারও ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করি।