English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৭ ১৫:১৩

পুজোর কলকাতায় ‘ব্যোমকেশ’-এর রহস্য সমাধান, ভিডিও সহ

অনলাইন ডেস্ক
পুজোর কলকাতায় ‘ব্যোমকেশ’-এর রহস্য সমাধান, ভিডিও সহ

‘ব্যোমকেশ ইজ ব্যাক’— ঠিক এ ভাবেই দিন কয়েক আগে ব্যোমকেশের ফার্স্ট লুক লঞ্চ করেছিলেন যিশু সেনগুপ্ত। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। আর তা দেখে ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মতে, পুজোয় টলি বক্স অফিসে অন্যান্য ছবির সঙ্গে ভালই পাল্লা দেবে যিশুর ব্যোমকেশ।

 

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘অগ্নিবাণ’ ও ‘উপসংহার’ গল্প অবলম্বনে ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’ নামের ছবিটি পরিচালনা করেছেন অঞ্জন দত্ত। এসকে মুভিজ এবং আরপি টেকভিশনের ব্যানারে ছবিটি মুক্তি পাবে আসন্ন পুজোয়। একই সঙ্গে এ বছর পুজোয় বেশ কয়েকটি বাংলা ছবির মুক্তি। সেই লড়াইয়ে ব্যোমকেশ অন্যতম।

হাতে জ্বলন্ত সিগারেট, কালো চশমা, ধুতি-পাঞ্জাবির দীর্ঘদেহী যিশু ফের ব্যোমকেশ রূপে দর্শকদের মন জয় করবেন এ কথা নিশ্চিত ভাবে বলছে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।