English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৭ ১৫:০৮

বলিউডে আসতে চলেছেন নাইসা : অজয়

অনলাইন ডেস্ক
বলিউডে আসতে চলেছেন নাইসা : অজয়

 

সারা আলি খান আর জাহ্নবী কপূর যে খুব তাড়াতাড়ি বলি পর্দায় আসতে চলেছেন, তা মোটামুটি জেনেই ফেলেছেন সিনেপ্রেমীরা। তাঁদের ডেবিউ ফিল্মের শুটিংও শুরু হয়ে গিয়েছে। সারাদের পথে হেঁটে এ বার কি তা হলে নেক্সট বলি তারকা হতে চলেছেন অজয়-কাজলের একমাত্র কন্যা নায়সা? সম্প্রতি অজয় দেবগণের একটি সাক্ষাৎকার এই প্রশ্নই সামনে এনে দিয়েছে।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অজয় দেবগণকে তাঁর মেয়ে নাইসার কেরিয়ার নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে অজয় জানান, এই মুহূর্তে বলিউডে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই নেই নাইসার। ওর উপরে কোনও চাপও নেই। ওর যা ইচ্ছা হবে সেই কেরিয়ারই ও বেছে নেবে। আর তা ছাড়া বলিউডে আসার পক্ষে ও এখনও অনেকটাই ছোট।

সুত্রঃ আনন্দবাজার